কবিতা গদ্যকবিতা

মো: জাহাঙ্গীর হোসেনের কবিতা- নববর্ষে নব আলোয় এসো

নববর্ষে নব আলোয় এসো
মো: জাহাঙ্গীর হোসেন


সুখ, দুঃখ, হাসি কান্না, ব্যথা বেদনা
স্বপ্ন, মায়া, বিচ্ছেদ-বিরহ কামনা
পুরোনো বছরে সবই ছিল, কত জোসনা, কত আঁধার
জরাজীর্ণকে, ভুলে গিয়ে, কেন না সাজাই নতুন স্বপ্ন আশার।

ঝরা পাতার কাব্য প্রতি বছরই থাকবে
আসবে নতুন পল্লবের শিহরন
ঝরা পাতার ব্যথায় বসে থাকলে কি হবে
আনোনা, নতুন বৃক্ষে জাগরণ।

কত কথা, কত গান গল্পে
কেটে গেল পুরানো একটি বছর
স্মৃতির মাঝারে আম্র মধুর মিশ্রণ
আগত বছরে, মধুতে, কাটুক না প্রতিটি প্রহর।

অনাগত প্রহরে, স্বপ্নে বিভোর
নিজেকে নিয়ে, নিজের তরেই ব্যতিব্যস্ত না হই
পারিপার্শ্বিক, অপরের তরেও যেন, সহমর্মিতা থাকে
সে কথা মনে করতে , ভুলে যেন না রই।

নতুন বছরে, নতুন আলোতে
মানবতার আলোর মশালই যেন দেখি বেশি
আলোকে, আঁধারে মিশাতে কেউ আসলে
প্রতিবাদে, পরাভূত করে, হই যেন মোরা খুশি।

বিগত বছরের ভুল-ভ্রান্তি
ধুয়ে মুছে করা যাবে না একাকার
ভুল হতে, শিক্ষা গ্রহন করতে হবে
তবেই মুক্তি, তবেই যেন পারাপার।

কোমল, শীতল, শিক্ত মনে
আনন্দ, উল্লাসে, বিদায় জানাতে, পুরোনোকে, দোষের নেই কিছু
নতুন বছরে, নতুন, নতুন দোষ করা কি সাজবে
নতুন বছরে, আলোকোজ্জল ভোরের, কেন নিবনা পিছু।

শান্তির পায়রা, পুরনো বছরে
কুচক্রী মহলের দাপটে, অনেক হয়েছে নিঃশেষ
নতুন বছরে, আর যেন না হয় এমন অন্যায়
সবাইকে হতে হবে, বদ্ধপরিকর অশেষ ।

নিজেকে বড় প্রমাণ জাহিরে
ছোটকে করেছে অনেকে, ছোট হতে আরো ছোট
ছোট যদি, তোমায় মন থেকে বড় না বলে
পৃথিবীতে, তুমি হয়ে যাবেনা, অতি খাট।

ফুলের সুবাস, চায় না কে বল, চায় না কে সুখি হতে
সুখ-দুঃখের সমাজ সংসারে, সমঝোতা, মাঝে, মাঝে, বড় করে
বৃহৎ স্বার্থে, ক্ষুদ্র স্বার্থ, মাঝে মাঝে দাও না বলিদান
প্রতিটি পল্লব, নব নব বছরে, ফুল, ফুল ও ফসলে ফুটে উঠবে দেখ, সফলতা ভরে।

বছর শেষে, আনন্দ উল্লাসে
একে অপরকে, মায়া মমতায়, ভালবাসায়, কর না সিক্ত
অবারিত দ্বারে, দুয়ার খুলে দাও
হিংসা- বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, যুদ্ধ-বিগ্রহ ভুলে, হইনা আলোর দিশায় মুক্ত।

মুক্ত আলো, মুক্ত বায়ু, সিক্ত বুকে লাগুক
প্রভাতে ফুটুক নতুন নতুন ফুল
নতুন বছরগুলোতে, এ ফুল কখনো, ঝরে না পড়ে যেন
দেখুক না সকলে, আপন মনে, হোকনা চির আকুল।

 

Related Posts