ভালো আছি
ইউসুফ হাওলাদার শাওন
কেমন আছো?
কি রকম থাকবো
এই প্রমিত বাংলায়
প্রভাতে খবরে শুনি
অসংখ্য সম্ভ্রমহানি, রাহাজানি,
প্রিয়জন হারানো বেদনায়,
সবুজের বুকে আজ শকুনের নৃত্য
চারদিকে কানপেতে শুনতে পাই
যোদ্ধের দামামা, মানবতার মৃত্যু
কাঁটাতারে ঝুলন্ত ফেলানির মৃত্য দেহ,
সমুদ্রে ভাসমান নিষ্পাপ শিশুর মুখ দেহ, মুখথুবড়ে পড়ে থাকা বালুচরে আইনাল কুর্দি,
শান্তিতে নোবেল জয়,
শান্তিকামী মানুষের থেকে সম্প্রদায়িকতার ঘ্রাণ ভেসে আসে দূর হতে বহু দূর
তারপরে ও বলতে হয়
ভালো আছি!! ভালো আছি!!