কবিতা গদ্যকবিতা

মুতাকাব্বির মাসুদের কবিতা- জলের ছবি

জলের ছবি
মুতাকাব্বির মাসু্দ


জলের শরীরে কাজলের দাগ!
পিঙল আকাশে ধর্ষিত নদীর উন্মূলিত ছায়া!
নীল চিলের ধূসর পালকে জোছনার অস্থির আয়োজন।
জীবনের সংকলন অদ্ভুত পেচার ক্লান্ত ডানায়।
মরা চাঁপার গন্ধ বিলোয় ভিখারি গোধূলি।
দিনদিন সীমাহীন কালের গহ্বরে জমা হয় কালোকালো
নিসাসের স্তূপ।
বিকলাঙ্গ ‘চন্ননের’ বাটি শিয়রে খুঁজে
অস্থির সময়ের সমাধি।
চন্নন নিয়ে ঘুরে মরা গোলাপের পাপড়ি।
মড়া প্রজাপতি প্রিয়ার ভৌতিক সুন্দর চোখে
নিজেকে হারায় অমীমাংসিত রাতের আঁধারে।
জলের নীলাভ শরীরে জল দিয়ে আঁকি জলের ছবি
কঠিন আঁধারে চন্দ্রিকার দীঘল চোখে চলোর্মি হাঁটে
নিঃসঙ্গ তরঙ্গ বীবরে।
গ্রহণের কালে তোমার ছবি অন্ধ চাঁদের মুখে।
চপল জোনাকি ঘোঙ্গটের আড়ালে
ডানায় তোলে ঘুঙুরের আওয়াজ
দূর কুয়শায় ওঠে বেহাগের সুর
আমি আজও তোমার মুখ খুঁজি
শূন্য দিয়ে জলের বুঁদবুঁদ-শরীরে ভেতর !

“””””””””””””””””””””””””””
০৮-০২-২০১৮
“””””””””””””””””””””””””””

Related Posts