“তুমি সুন্দর”
সালমা জামান
চাঁদের মতো মুখটি তোমার কি অপরূপ সৃষ্টি
তোমার রূপের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত আজ আমি
তোমার চঞ্চল আঁখিতে পলকে পলকে হারাই
ভালোবাসার বন্ধনে রেখেছি হৃদ-পিঞ্জরে
তুমি ঝর্ণার চেয়ে ও সুন্দর হে মোর সহৃদয়।
তোমার মায়াবী পরশে হারাবো আমি হে প্রিয়
তোমার মাঝেই খুঁজে পাই জীবনের সব মানে
তুমি আমার স্বপ্নময় অপরূপ রাজকুমার।
আমি হলাম তোমার ভালোবাসার রাজকুমারী।
তোমার রূপ দেহে না ‘মনে’ দেখেছি প্রিয় আমি
তোমার রূপ হারাবেনা তুমি চিরন্তর চিরসবুজ।
তুমি ভাবনার চেয়েও সুন্দর তাই অতুলনীয়
তোমায় নিয়ে শুরু হবে আমার প্রেমময় কাব্য
তুমি শুরু এবং তুমি শেষ পর্যন্ত কবিতার ছন্দ
তোমার জাদুর আয়নায় আজ আমি হলাম বন্দি
জানিনা কেমন করে করলে আমার মন চুরি।
তুমি সুন্দর তাই কবিতা সুন্দর।।
তারিখ: ০৪/০১/২০১৮