কবিতা পদ্যকবিতা

ম. জয়নুল আবেদীন রোজের কবিতা- দু’চোখে আলো নেই তার

দু’চোখে আলো নেই তার 
ম. জয়নুল আবেদীন রোজ


বিস্তৃত বাগানের হাজার ফুল থেকে বেঁছে একটি ফুল ,
মোহনীয় গন্ধে উচ্ছ্বসিত আমি বুকে জড়িয়ে হই আকুল !

আমি সুখি ফুল নয় ,
সে তো শুধু বেঁচে রয় !

ভালোবাসা নয় চাই সংযোগ ,
ডালের সঙ্গমে শুধু রস ভোগ !
শিকড়ের শুরা পানে প্রস্ফুটন চাই ,
আমার ভালোবাসায় আশাহত তাই !

জীবনের তাগিদে বাঁচিয়ে ফুল ,সুখের সাধনাই আমার ভুল !
পাহাড় ভালোবেসে ঢেলে জল প্রচণ্ড প্রভাবে নদীর ভাঙে কূল !
আকাশের বুকে থাকা স্বচ্ছ কিন্নর
আওয়াজ পায় কি আঁধারের অন্তর ?

নিশীথের নিস্তব্ধ মোহনাতে ঝাপসা চোখে চেয়ে থাকে ;
জলের প্রলেপ চোখে এঁকে সব কিছু আড়াল করে রাখে !

Related Posts