কবিতা পদ্যকবিতা

নুর মোহাম্মদ নয়নের কবিতা- প্রিয় স্বাধীনতা

প্রিয় স্বাধীনতা
নুর মোহাম্মদ নয়ন


স্বাধীনতা মানে মুক্ত বাতাসে মিষ্টি মুখের হাসি,
স্বাধীনতা মানে সোনার বাংলা তোমায় ভালোবাসি।
স্বাধীনতা মানে বাংলা মায়ের মায়ায় ভরা মুখ,
যা দেখিলে সব ভাইয়েরা ভুলে যায় সব দুখ।
স্বাধীনতা মানে নজরুল হয়ে বিদ্রোহ করার আশা,
রবীন্দ্রনাথের মঞ্চ কাঁপানো জাতীয় সংগীতের ভাষা।
স্বাধীনতা মানে সব মানুষের অবাদে চলাচল,
দূর-দূরান্তে ঘুরে বেড়াতে যারা হারায় না মনোবল।
স্বাধীনতা মানে রোজ সকালে আশার প্রদীপ জ্বালো,
তিমির রাত্রির ঘোর কাটিয়ে জ্বালাও মোমের আলো।
স্বাধীনতা মানে বজ্র কণ্ঠে প্রতিবাদের ধ্বনি,
নতুন সাজে দানিব মোরা সব গুণীজনদের খনি।
স্বাধীনতা মানে সময় এসেছে গর্জে ওঠার ভাষা,
লাখো শহীদের রক্তে মোরা গড়েছি বাংলা ভাষা।
স্বাধীনতা মানে গাইবো মোরা সাম্যবাদীদের গান,
রক্ত দিয়ে হলেও রাখিব মোরা প্রিয় স্বাধীনতার মান।

Related Posts