কবিতা গদ্যকবিতা

ঝর্ণা সিনহাবাবুর কবিতা- সে দিনগুলো হারিয়ে যায়

যে দিনগুলো হারিয়ে যায়
ঝর্ণা সিনহাবাবু


না, এখন আমি আর কষ্ট পাই না । কষ্টগুলো
কেমন যেন গা সওয়া হয়ে গেছে
তাই কষ্ট না পেলে বরং কষ্ট হয়, বোঝনি তুমি…

ঝিপঝিপে বৃষ্টি আকুলি বিকুলি মনে একরাশ
ধোঁয়াসা, কাঁটায় কাঁটায় ঝরছে রক্ত,
নিশার আকাশ নিষণ্ণ নিশ্চল!

যে তুমি, খেলারছলে দিয়েছিলে মালা
শুধুই কি তা ছিল খেলা?
তবে গভীর গোপনে আচম্বিতে কেন দিত নাড়া
ক্ষণিক ব্যাকুলতা?

এখন আর দুঃখ হয়না ভেঙে ফেলেছি ছন্দের
কোমল সুর, খেলিনা ঝর্ণাধারায় ।
অনুরাগে সিক্ত, বন্ধন–হীন যৌবন রাগ যেন
আনমনে ফেলে যায় মর্মরনিশ্বাস,
নিগূঢ় গভীর প্রেম শূন্যে পড়ে থাকে—
আর থাকে, প্রস্তরীভূত বিশ্বাস…

Related Posts