ছড়া পদ্যকবিতা

সৈয়দুল ইসলামের ছড়া- মা ও মাতৃভূমি

মা ও মাতৃভূমি
সৈয়দুল ইসলাম


মায়ের কোলে জন্ম নিয়ে
দেখি ধরার আলো,
সোনার মাটি গায়ে মেখে
থাকতে চাই যে ভালো।

মায়ের মুখের বুলি শুনে
শীতল হয় যে প্রাণ,
ফুলের সুভাস যতই ছড়ায়
মধুর লাগে ঘ্রাণ।

মায়ের আঁচল ছায়ায় বসে
পাই ধরণীর সুখ,
বৃক্ষলতায় মন ছুঁয়ে যায়
দূর হয়ে যায় দুখ।

সোনার ধানে নয়ন কাড়ে
আরও নদীর কূল,
মায়ের মুখের হাসি যেন
ফোটা গোলাপ ফুল।

নদীর বুকে ওড়ে কত
লাল-সবুজের পাল,
মা’যে আমায় কোলে নিয়ে
চুমোয় ভরায় গাল।

মা’ যে আমার রবি শশী
আসমানেরই তারা,
একমুহূর্ত যায় না চলা
মাতৃভূমি ছাড়া।

 

তাং- ২৮/১১/২০১৭
হাসারচর, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ।

Related Posts