কবিতা গদ্যকবিতা

মাজু ইব্রাহীমের কবিতা- ষোল মানে

ষোল মানে
মাজু ইব্রাহীম


ষোল মানে! বীর বাঙ্গালীর
হৃদয় জুড়ানো হাসি,
ষোল মানে! লাল-সবুজে
উল্লাসিত শিশুর বাঁশি।
ষোল মানে! শান্তির হাওয়া
সংগ্রামে অঙ্কিত মানচিত্র,
ষোল মানে! চির আত্নহারা
ভুলে থাকা শত্রু-মিত্র।
ষোল মানে! কোটি প্রাণের
নব স্বপ্নের-নব আশা,
ষোল মানে! নিরীহ বাঙ্গালীর
মায়া-মমতা-ভালবাসা।
ষোল মানে! মুজিবের কন্ঠস্বর
রক্ত জলের নয় মাস,
ষোল মানে! ধরণীর আঙ্গিনায়
বাঙ্গালীর লেখা ইতিহাস।
ষোল মানে! ভোলার নয়
ত্যাগী বীর শহীদের,
ষোল মানে! বাঙ্গালীর বিজয়
দিনটি ভীষণ শ্রদ্ধের।
ষোল মানে! প্রাণের বিনিময়ে
চির অর্জিত একটি দেশ,
ষোল মানে! তোমার-আমার
স্বাধীন সোনার বাংলাদেশ।

Related Posts