কবিতা গদ্যকবিতা

শিল্পী কবি শালাস্কো হোসেন শাহাদাতের কবিতা- সুঁইয়ের ক্ষত হিংসা

“সুঁইয়ের ক্ষত হিংসা”


=স্বভাবতঃই আমি
ভালোবাসার নামে কোন ক্ষতি চাইনি তোর !
সেই- সুঁই তুমিই আমাকে
বাধ্য করেছ মনোবাসায় তোমাকে আদর করতে !
এখন আছ ভুলে শুধু মোটা সুঁতোর গুঁতায় ,
তোমার সুঁইয়ের নারীর মনোঙ্গে -সুখে থাক,
মনো-ইবোলা ভাইরাসে ! তবুও থাক তোর মনোযক্ষীতে ,
ভুলতো আর করবি না ভবিতব্যেতে?
– তোর হৃদয় শুকায় ক্ষতকরিস মৃত বেলায় তোর অবজ্ঞ্যকে ,
-রক্তও আর পড়বে না আর তোর সহিংস ক্ষোভে !
বেঁচেও থাকবে শালাস্কোর ,সরস
সবুজ ঘাঁসফুল শুভ্রতায় ♥

 

শিল্পী কবি শালাস্কো হোসেন শাহাদাত
২৪/১১/২০১৭ -প্যারিস
এডিট:এনামুল হক

Related Posts