নেই লেশ
শিল্পী কবি শালাস্কো হোসেন শাহাদাত
কবিতার ভাবনা নেই শেষ,
থাকতেও নেই মনোবাসনা
কবির কিছুই নেই,
থাকবে বলে কি কথা ছিলো?
নারী’র চাই লৌহ ধাতব সোনা,
কবি’র প্রতি ললনার নেই কোনো মনোব্যথা,
তাহলে সংসার জীবন সাগর “মোরা” ঘূর্ণি তান্ডবে-
সুমাসাবীতা’র আঁচলের ঝান্ডায় বিবস্ত্র-উলঙ্গতায়,
ধ্বংশযঙ্গে অব্যক্ত জালায়তনের বিভীষিকা’র
অগ্মীমুখায় – পাখি’র হতভম্বো অশ্রু ঝড়ায় –
পৃথিবীর ডাল-পালাহীন পাতা-ঝড়াতেও সুখ নেই !
প্যারিস : ৩০-০৫-২০১৭