প্রবন্ধ

তারিক পিয়ারের কথিকা- যান্ত্রিক জীবন

যান্ত্রিক জীবন
তারিক পিয়ার


এক সময় আমার মায়ের যুগে কাপড়ে তোলা হতো বিভিন্ন নকশায় অনেক ধরণের কথা । ” সংসার সুখের হয় রমণীর গুণে”, ” যাও পাখি বল তারে সে যেন ভুলে না মোরে”- এমন অনেক। তারপর চিঠির যুগ। ছেলে তার বাপ,মা কে শ্রদ্ধা ভরে লেখত “শ্রদ্ধেয় বাবা পত্রের শুরুতে আমার সালাম নিবেন।” পরে দেখত বানান ভুল আছে কি না । প্রেমিক, প্রেমিকারা লিখত তাদের হৃদয় নিংড়ানো কথা । অতি পাগল প্রেমিক আঙুল কেটে রক্ত মাখিয়ে দিত। সাহসী মেয়েরা ঠোঁটের লিপস্টিক পাঠিয়ে দিতো । চিঠি খুলতে পাওয়া যেত সুঘ্রাণ। সেই যুগ আজ আর নেই। এখন মোবাইল আর ফেইসবুকের আধুনিক সংস্করণ। hi, hlw, dear-add me, like me. কখনো দৃষ্টি নন্দন ছবি, কখনও রুচিহীনতার প্রবল প্রকাশ। কখনও নির্মল আনন্দ, কখনও কষ্ট ছুঁয়ে যায়। আধুনিকতা আমাদের কাছ থেকে অনেক কিছুই কেড়ে নেয়। আজ সেই আবেগ নেই, নেই ভালবাসার কোমল স্পর্শ । যান্ত্রিক সভ্যতায় মানুষ অভ্যস্ত হয়ে যায় ধীরে ধীরে । জীবন এমনই।

Related Posts