কবিতা পদ্যকবিতা

কিরণ আহমেদের কবিতা- পালাবদল

পালাবদল
কিরণ আহমেদ


ঋতুর পালাবদল এখন খুব একটা দৃশ্যমান নয়
কোকিলের স্বরে কাক ডাকবে কখনও বোধহয়।
শীতে ব্যাঙ ডেকে যাবে- বর্ষায় কুয়াশার আমেজ
খাল-বিল, নদী-নালা বর্ষায় শুকিয়ে কাঠ- শীতে উত্তাল সতেজ।
হেমন্তে কদম ফুল, বসন্তে কাশের মেলা
হয়তো দেখবো কোন একদিন প্রকৃতির বৈপরিত্যের খোলনচলে বিচিত্র এ খেলা।

সবুজের এই দেশে পালাবদলের তালে হলুদ ভাসাবে ভেলা
বাঁধবে হৃদয়ে বাসা দেহজ প্রেমের সুধা গরল-অমৃত গেলা।
নতুন সমাজ হবে পুরনো আদিম ঢঙে
উত্তপ্ত জোছনা আঁচে কবি-মনে দোলা দেবে গল্প-উপন্যাসের রঙে
বিদূষিত মন হবে কালকূট- অমোঘ আধার
বন্ধন পালাবে দূরে বহূদূরে বৈতরণী ধরে খুলবে হতাশা-দ্বার।

পালাবদলের তাপ, এখনও হয়নি শুরু?
চেতনায় নীল রঙ ছড়িয়েছে কতটা, মনের কতটা জুড়ে উত্তপ্ত সাহারা মরু?

Related Posts