কোথাও আহলাদে উদ্বেলিত নই
মনি খন্দকার
কোথাও কোন অহংকারে উদ্বেলিত নই
জীবনের বাঁকে বাঁকে ব্যস্ততা অক্টোপাসের মতো
চেপে আছে।এ জীবন বড় কঠিন প্রতিটা মুহুর্তের
কোন হিরক খন্ড কন্ঠে নিয়ে ভূমিষ্ঠ হইনি,
কখনই ছিলে না ডাইনিং টেবিলে রুপার থালা
প্রচুর আরাধনায় সামান্য বেঁচে থাকা
সেও শত কর্মের বিপুল প্রচেষ্টার আয়োজনে।
কারো সম্ভাষণ নেয়া কিংবা শুভেচ্ছা বিনিময়ের
ওতো বেশি প্রশস্ত সময় জোটেনি আজো,
চলছি, অবিরাম চলছি এক টুকরো স্বাচ্ছন্দ্যে বাঁচার
বিরামহীন মাতোয়ারায়।তবুও দুর্ভেদ্য বেঁচে থাকা
কোথায় পাবো অহংকারের ঢালি নাড়বো কুঁড়ি
রেখে দেবো সারি সারি ফুলের স্তূপ,তোমাদের না দেখার
আকাঙ্কা না ছোঁয়ার ভালোবাসা কিংবা শুনতে না চাওয়ায়,
বড্ড বেশি অদ্ভূত মনে হয়।কোথায় সে সময়
কে না চায় জীবনের সাথে জীবন বিনিময়ে
কিছুটা আহলাদে উদ্বেলিত হই নিজেদের বিনিময়।