কবিতা

বিধু চন্দ্র দেবনাথের কবিতা- আড়াল পথ

আড়াল পথ
বিধু চন্দ্র দেবনাথ


তোমার কথা ভাবতে গিয়ে স্বপ্ন দেয় উঁকি
আদর সোহাগ ভালোবাসার পরশে ঝুঁকি,
মগ্ন মায়া প্রেমের ছায়ায় হবো চির সুখি
নব রসে মন মজে জীবন হবে সূর্যমুখী।

সোজা পথে চলতে গিয়ে সরলতা এনে
আপন করে কাছে টানি সহসা এই মনে,
আড়াল পথে চলো তুমি ভনিতা টেনে
দুঃখ নেই কষ্ট তাতে সুখপাখি চেনে।

এত দিনের সাঙ্গলীলা দিচ্ছ দূরে ঠেলে
আড়াল করে সরে যেতে চাচ্ছ অন্যবিলে,
প্রেমের মায়ার প্রাচীর এখন কেনো ছলে
হয়নি জানা গড়িয়ে পড়ল কোন খালে।

 

তারিখ: ২৩-১১-২০১৭

Related Posts