অবিশ্বাসী
মোঃ ইব্রাহীম খলিল
রূপ লাবণ্যে অপরূপ রূপসী
বিত্তবান পিতার একমাত্র কন্যা তুমি,
সেজে গুজে এসেছ নীলাম্বরীর নীল ছায়া তলে!
খোঁপায় গোজা ফুল, কানে সোনার দুল
নাকে নাক ফুল, লাল-নীল রেশমী ছুড়ি হাতে,
তোমায় চেয়ে মুগ্ধ দু’নয়ন, শোন ওগো প্রিয়জন।
যদি বিশ্বাস ছিল মনে আড্ডাতে ক্ষণে ক্ষণে-
সুখ দুঃখের আলাপনে দিবারাত্রি নিশিকালে,
শুনালে প্রেম কাহিনী আমায়, ক্ষণিক পরিচয়ে!
পবিত্র বন্ধনে আলো আঁধারি এ বিচিত্র ভুবনে-
তোমায় সাজিয়েছি যেথায় কবির কাব্য চরণে,
অনুভূতি প্রকাশে পত্র ছেড়ে বাতাসে হয়েছ সুখী!
কষ্টের গ্লানি মুছে সমাধানে শান্তি খুঁজে রোজই,
অতীত স্মৃতি স্মরণে বিশ্বাসের অমর্যাদা করে-
প্রতারণায় অবহেলা করেছ আমায়, হে অবিশ্বাসী।