খেয়ালী প্রকৃতি
বিকাশ চন্দ্র সাহা
চারদিন ঝরে চলে ঝিরঝিরে বৃষ্টি ,
কৃষিখেতে ক্ষতি হয় কৃষকের সৃষ্টি ।
কাটাধান পড়ে রয় ক্ষেত্রের মাঝারে,
অবিরাম ভিজে ভিজে কল হয় তাহারে ।
ভাস্কর রয়ে যায় অম্বুদ আড়ালে ,
কৃষকের অন্তর কষ্টেতে বেহালে ।
আলুখেত তৈরির মরশুম এ ক্ষণ,
পাকাধান বাড়ি এলে ভূমি হবে কর্ষণ ।
কর্দম-মাঠ তাই নামে না তো ট্রাক্টর,
চাষীদের প্রার্থনা –” দেখা দাও ভাস্কর “।
সব্জির ক্ষতি হয় দাম বাড়ে আনাজের,
অঘ্রাণে বর্ষণে ক্ষতি হয় কৃষকের ।
বারে বারে বাংলার নভে জমে কালো মেঘ,
ঝঞ্ঝার খপ্পরে দুঃখের বাড়ে বেগ ।
প্রান্তিক চাষীদের শস্যই সম্বল,
সোনাধান ঘরে এলে বুকে তারা পায় বল ।
খেয়ালী এ প্রকৃতি চলে নিজ খেয়ালে,
চিন্তায় চাষীদের ভাঁজ পড়ে কপালে ।
কখনও সে ভাঙে ঘর প্রচণ্ড বন্যায় ,
জলাভাবে কখনও বা ফসল শুকায় ।
তারিখ: ১৮/১১/২০১৭