কবিতা গদ্যকবিতা

মোহাম্মদ জাহিদ হোসেনের কবিতা- শ্রান্তি

শ্রান্তি
মোহাম্মদ জাহিদ হোসেন


এই শ্রান্তি তাহলে আমাদের প্রাপ্য ছিল
সমুদ্রতট থেকে বহুদূরে আরো এক অবরোহী ঢেউ
মুছে দিয়ে গেল যেটুকু স্মৃতির ধূসর
এখন শীতল আসবাব ঘর আর জমে থাকা ধুলো
কপাটের গায়ে রঙ চলকা উঠে পড়ে আছে
কে তুমি বন্ধু ছিলে কবে
সেইসব সম্পর্কের কঙ্কালের মতো পড়ে আছে চিঠি
আহা যদি দগ্ধ ছাই হতো
ভস্মে ভস্মে ঢেকে নিয়ে হেঁটে যেতাম অনাবিল অবহেলায়
এখন শ্রান্তি এতই
না ঘুম না জাগরণ
অপার নৈঃস্তব্ধ এক নিজেরই শব নিয়ে পড়ে আছে

Related Posts