কবিতা গদ্যকবিতা

আজগর আলীর কবিতা- ভালোবাসার রঙ

ভালোবাসার রঙ
আজগর আলী


ভালোবাসার রঙ কী! জানতে চেয়ো না
বর্ণান্ধ হয়ে যাবে হরিণী
ভালোবাসার রহস্যজট খুলতে যেয়ো না
অতলে হারাবে মায়াবিনী
মৌচাকের সব মধু নিংড়ে নিয়ো না
মধুকর পালাবে, একাকী যামিনী!

লালজামায় চপলপায়ে
সবুজের মাঠধরে যখন তুমি হেঁটে যাও
আমি তখন হৃদয়ের ক্যানভাসে লাল সবুজের ভালোবাসা আঁকি,

বেলোয়ারি চুড়ি আর নীল শাড়িতে
যখন নিলালোর দ্যুতি ছড়াও
কক্ষ বিচ্যুতি ঘটে; পথভোলা এই
আমি এলোমেলো হাঁটি,

মিসমিসে কালো কামিজ,
শ্বেতশুভ্র চুড়িদার
লাল ওড়নায় ডালিমের কোয়ার মত
কেমন ফুটে থাকো তুমি!
হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়িয়ে দিয়ে চলে যাও!
আমিতো তখন তড়পাই ভালোবাসার
লালকালো সাদা অসুখে।

গোলাপি ওষ্ঠাধরে তোমার, খেলে যায়
একফোঁটা শিশির
তৃষ্ণার্ত চোখ আমার কী রঙে
জলছবি আঁকবে বলো, মুক্তোদানার !

হলুদ ফিতেয় বাঁধা রক্তজবা জড়ানো
খোলাখোলা চুলে, থেকেথেকে চিকন বিরুণী!
ভ্রমরকালো দীঘলচুলে ভালোবাসার কী রঙ দেওয়া যায় বলো শুনি?

 

রচনাকাল:  ১৯-১১-২০১৭

Related Posts