কবিতা গদ্যকবিতা

সাজু কবীরের কবিতা- আমাকে আশীর্বাদ করো

আমাকে আশীর্বাদ করো
।। সা জু ক বী র । ।


ইচ্ছেরা আমার লাফিয়ে ওঠে
দুরন্ত বালকের মত ঢিল ছুঁড়ে
কাঁচের মতো ঠাস করে ভেঙ্গে
যায় এ মন!

কী-ই বা দিয়েছি ওদের? ফুল?
ফল?-না, স্বাদ কিংবা তৃপ্তি?-
তাও না; অযত্নে অবহেলায় ওরা
ঝরে পড়ে প্রতি ক্ষণ..

আমার গর্ভবতী মন কাল কাটায়
শুয়ে বসে, ডেট ওভার অথচ
প্রসব বেদনা নেই…

ভেবেছি হিমালয়ের উঁচু দিয়ে
চাঁদের পাড়ায় যাবো, সমুদ্রপৃষ্ঠে
নেমে পাতালপুরীতে যাবো
উঠা-নামাতে ঘটুক এ গর্ভপাত
আমি কিছু দিতে চাই আমার এ
ফসলহীন পৃথিবীকে…

আমি নজরুলের কাছে যাবো
ফররুখের কাছে যাবো
যাবো জীবনানন্দের কাছে
সুকান্তের কাছে
শরীরের কাদা-মাটি ধুয়ে মুছে
মানুষ বানাতে আমার সম্ভাবনাকে …

আমার যৌবনকে শিশুকাল বানাবো
যৌবন আসলে আবার শিশুকাল
এভাবে কোটি বছর লাগলেও
কমপক্ষে একটি কবিতা শুনাবো
বৃদ্ধ হওয়ার আগেই…

আমাকে আশীর্বাদ করো
এক চিমটে উপাদেয় আলো দিয়ে
এক চিলতে উর্বর সৃজনী মেঘ দিয়ে
রাতে ফোটা বনফুলের পাশে আমিও
গড়াবো বসত;
ফোটাবো আঁধারের ঊষর জমিনে
ভোরের মনলোভা ফুল…

Related Posts