“ভালোবাসায় ও বিশ্বাস ”
মোঃ হারুনুর রশিদ ভূঞা
বিশ্বাস আর ভালোবাসা
থাকুক বেঁচে
গভীর প্রেম এনে দেবো তোমায়
সব সিন্ধু সেঁচ।
তার চেয়েও যদি বেশী
ভালোবাসা চাও
কাছে এসে ভালোবেসে
বুকে টেনে নাও।
তোমাকেও দিতে হবে
গভীর ভালোবাসা
তাহলেই মিলে যাবে
দুটি মনের আশা।
ভালো যদি বাসতে পারো
ভালোবাসা দিয়ে
সারা জনম বাঁচতে পারবে
ভালোবাসা নিয়ে।
ভালোবাসা সিক্ত সিন্ধু
শুধু প্রেমময়
হৃদয়ে নিয়ে হৃদয় দিলে
ভালোবাসা হয়।
ভালোবাসা মানে হলো
হৃদয়ের মিল
হৃদয়ের দরজায়
সেঁটে যাওয়া খিল।
ভালোবাসায় বিশ্বাস
যদি না থাকে
জীবনটা পড়ে যায়
মরুভূমির বাঁকে।
বিশ্বাস ভালোবাসা
একই সূত্রে গাঁথা
হৃদয়ের সাথে যেন
হৃদয়ের পাতা।
যে প্রেমে বিশ্বাস
আর ভালোবাসা নেই
সে প্রেম মরে যায়
হারিয়ে যায় থেই।
ভালোবাসা থাকে যদি
বিশ্বাসের সাথে
স্বর্গ থেকে সুখ এসে
হৃদয়ে গাঁথে।
তারিখ: ২০•১১•১৭