স্বপ্নডাঙ্গার তীরে
এবিএম মাহাবুবুল ইসলাম
স্বপ্নডাঙ্গার পথটি যে ভাই
হারিয়ে গেলো শেষে,
খুঁজছি তাকে জনমভরে
এই বাতাসেই মিশে।
খুঁজছি তারে মনের ভিড়ে
কাজল- নদীর তীরে,
পাইনিরে ভাই পাইনিরে ভাই
লক্ষহৃদয় ছিঁড়ে
খুঁজছি তাকে জোছনাজুড়ে
চাঁদের অাঙ্গিনায়,
চাঁদের বুড়ি বললো অামায়
নাই সে হেথায়।
দেখতে পারো খুঁজে তাকে
তোমার রূপের গায়,
তোমার গাঁয়ের চালতা ফুলে
জোছনা অালিঙ্গনে,
মৌপোকারা গুণগুণিয়ে
ঘুরছে বনে বনে।
তোমার গাঁয়ের বনবনানী
মায়া নদীর তীরে,
স্বপ্নহাসে দেখো গিয়ে
হাজারপাখির ভিড়ে।
গাঁয়ের পথে সবুজপাতায়
কিসের শিহরণ,
চলতেপথে হাওয়ায় ভেসে
উড়বে তোমার মন।
শীতের ভোরে সাতসকালে
শিশির ধোয়া পায়,
স্বপ্নচাষী মাঠের পানে
সবুজবুনে যায়।
ভর দুপুরে গাছের ছায়ায়
কোন সে রাখালছেলে
উদাসসুরে বাজায় বাঁশি
হৃদয় পাখা মেলে।
ঝিঁঝিঁর ডাকে সন্ধ্যা নামে
বাঁশবাগানের ছায়,
জোনাকজ্বলে পুকুরপাড়ে
অামার রূপের গাঁয়।