কবিতা গদ্যকবিতা

রুমকি আনোয়ারের কবিতা- বেলা অবেলার গল্প

” বেলা অবেলার গল্প ”
রুমকি আনোয়ার


দুঃখ আমার সাজঘর ,কান্না আমার বাসর
একদিন ক ,খ ,গ , ঘ লিখতে শিখেছিলাম ,
আজ শব্দেরা দুর্বোধ্য ঘাতক , নষ্ট নীড়
হৃদয় মন্দিরে বেদনার আরতি কেবল ই আর্তনাদ ।
শৈশব ,কৈশোর ,যৌবন ,বার্ধক্যে এসেও স্বপ্নের বুনন
বিধাতার অভিশাপ , সল্প আয়ু নিয়ে জন্ম আমার ,
যাদের ফেলে এসেছি পোড়া ধূপকাষ্ঠে তারা আমায় ডাকে
সময় বলে যায় ফুরিয়ে এসেছে বেলা ।
মরে গেলে কবিতা গুলো তোমাদের স্মৃতি থেকে পালাবে অন্ধকারে
নক্ষত্রের মাঝে জ্বলে উঠা , নিভে যাওয়া মাঝে মাঝে দেখা মিললেও ,
হয়ত চিনতেও পারবে না ধূসর দ্বীপেরবাসিনীকে
যাবার সময় হয়ে এলো এখনও তোমাদের কাছে আমি অচেনা ।
অনাগত পৃথিবীকে বলে যাই একদিন পাথরেও ফুল ফুটিয়েছিলাম
কালের গর্ভে মুছে গেছে তা , ছিটেফোটা যা আছে ,
ন্যাপথলিনের গন্ধ মাখা ছেঁড়া পাতায় , অজান্তে রয়ে যাবো কারো স্মৃতিতে
কোন এক সকালে খুন হবে ভোরের নরম আলো ।

 

Related Posts