কবিতা গদ্যকবিতা

মুতাকাব্বির মাসুদের কবিতা- চোখের জলঘর

চোখের জলঘর
মুতাকাব্বির মাসুদ


প্রেম দিসনে মালতী!
প্রজাপতি এখন আর প্রেমে ঘর বাঁধেনা
দেখিসনে রোজ বিহানের আউলা বাতাস?
ঘর পালানো উদাস প্রেম?

উড়ে আসা সাদাসাদা শিমুলের তুলোয়
তোর দেহপোড়া প্রেমের ছোঁয়া
সারাদিন কুড়াই কেবল-মন পুড়ে অনলে
ডিমের কুসুমের মতো তোর নরম বিক্ষত বুুক
সেখানে তোর অজানতে ঘর তুলেছি কবেই!

চোখের পাতায় কাঁপন কেনো ?
পাথর বুকে নকশি চুড়ির সুুর বাজেনা- তাই?
পাগলি মেয়ে !
আফোটা ভোরের শরীর-বিহরা শিশির ভেজায়
সুপ্তির ক্লান্ত অনুরাগে!

চোখে তোর জলঘর-প্রেমের টানে সাঁতার কাটি
জলের ফোঁটায় জড়াস বলে!
এতো প্রেমে কী হবে ?
শিশির যদি বাঁধেনা ঘর রোদের সাথে
শিউলি যদি মানেনা প্রেম ভোরের সাথে
খামোখাই ঘর বাঁধবি কেনো আমার সাথে?

যে ক’ফোঁটা জলের ঢেউ
চোখের ডোবায় রেখেছি ধরে
তোর চোখের নিঃশব্দ মোহনায়
স্পন্দিত হোক সে জল
আমার প্রেমের অনলজলে!

কেনো বুঝিসনে!
প্রেম-প্রেমের কাছে সমর্পিত সত্য!
যতোটা সত্য তুই আমার কাছে!

তারিখ: ১৪-১১-২০১৭

Related Posts