কবিতা ছড়া

অমরেশ বিশ্বাসের ছড়া- তারাপদ সন্ত

তারাপদ সন্ত
অমরেশ বিশ্বাস


ভাবি কেন তারাপদ গদগদ খুশিতে
বড় খুশি হয় সে হাড় পেলে চুষিতে।
কাকাবাবু রবিবারে খাসি ছাড়া কেনে না
তারাপদ চেনে হাড় আর কিছু চেনে না।
রবিবারে খেতে বসে সে জোড়ে বায়না
হাড় দাও। তা দিলে আর কিছু চায় না।
শুনেছে সে হাড়ে নাকি দাঁত হয় শক্ত
চুষে খেলে মজ্জায় আরো বাড়ে রক্ত।
কাকি বলে মাংস খা কিন্তু সে ছোবে না
খাওয়া শেষে হাড় চোষে মুখ তবু ধোবে না।
বাই তার একটাই হাড় আরো হাড় চাই
কাকি বলে ওরে তারা অত হাড় কোথা পাই।
একদিন তারাপদ জুড়ে দিল চিৎকার
বলে কান নাক মলি, হাড় খাব নাকো আর।
ছুটে এসে দেখি পড়ে আছে তার দন্ত
হাড় খাওয়া ছেড়ে তারাপদ হল সন্ত।

Related Posts