কবিতা গদ্যকবিতা

পীযূষ কান্তি দাসের ছড়া- নেশা সর্বনাশা

“নেশা সর্বনাশা”
পীযূষ কান্তি দাস


বিলেত থেকে সিলেট গেল আমার চাচা টম ,
টাকা ছিল দেদার কিন্তু ঘিলু ছিল কম ।
যে যা বলে নেয় মেনে সে ধ্রুবসত্য ভাবে ,
কে জানতো ভাই জীবনটা তার এমনি করেই যাবে !
বাংলাদেশে যাওয়ার পরে ধরলো খাওয়া চা ,
বিশ -ত্রিশ কাপ নইলে যে তার তেষ্টা মেটে না ।
অজীর্ণরোগ দুই বছরেই তীব্র ক্ষুধামন্দ,
হলোনা তাও চাচার যে ভাই চা খাওয়াটা বন্ধ ।
তারপর যেদিন অ্যাসিডবমি পেটটা ফুলে ঢাক ,
দেশের থেকে এই শর্মাকেই পড়লে সেদিন ডাক
গিয়েই প্রথম বন্ধ করি চায়ের সে মজলিশ ,
দুইটি দিনেই সুস্থ চাচা জুটলো রে বকশিশ ।
ভাবলাম ফাঁড়া গেল কেটে ফিরলাম আমি দেশে
জানবো ক্যামনে ধরবে নেশা এমনি সর্বনেশে ?
চা করেছে বন্ধ কিন্তু “রাম “ধরেছে টম ,
দিনে -রাতে ইয়ার -দোস্ত সাথে গিললো সে হরদম ।
দেখতে দেখতে পচলো লিভার শরীর হাঁড়ির হাল ,
তবুও চাচা ছাড়লো নাকো পান করে যায় ”মাল” ।
চার বছরেই কম্মো কাবার চাচা হলো ফিনিস ,
ভেবে দেখো তোমরা সবাই ”মাল” হয় কেমন জিনিস ॥

Related Posts