বৃক্ষ প্রেমে
একান্ত চৌধুরী রানা।
আমি কথা বলতে পারি না অনুভূতি ক্ষণে ক্ষণে
কুঠারের আঘাতে রক্তাক্ত তবুও আনন্দ প্রাণে,
বিশুদ্ধ বাতাসে প্রাণ দোলে ভুলে যেওনা আমাকে
স্বার্থপর কেন হও বৃক্ষছায়া তোমাদের জন্যে।
ভয় হয় বৈরী আচরণে ভূমিকম্প জলোচ্ছ্বাসে
আমাকে তোমরা কাছে টানো বৃক্ষনীতি বুকে বেঁধে,
পৃথিবীর আর্তনাদ ভেসে আসে হৃদয়ের মাঝে
এখনও আছে বেলা এসো মিশে যাও বৃক্ষ প্রেমে।