বল’তো কেমন হয়
এম এ হালিম
এমন যদি হয়
সকালে উঠে দেখি
হারিয়ে গেছে সকল অন্ধকার
আলোকিত জগৎময় ।
কেউ কাঁদে না খাদ্যের জন্য
হয়না রক্তপাত
মেঘে ঢাকে না আকাশ কভু
জোছ্নায় ভরা রাত।
নেই হরতাল ধর্মঘট
বন্ধ থাকে না চাকা
ন্যায়ের কাছে মাথা নত করে
অন্যায় পড়েছে ডাকা ।
সুখের জন্য ছুটে না কেউ
দুঃখ খুঁজে ফিরে
সকল দুঃখ হারিয়ে যায়
হাজার সুখের ভিড়ে ।
চাকুরী খুঁজে না বেকার যুবক
চাকুরী’ই খুঁজে তারে
অত্যাচারীকে ভয় করে না
খুঁজে অত্যাচারীরে !
রাস্তায় কোন যানজট নেই
ঘুরছে গাড়ির চাকা
মধ্য রাতে একা একা হাটি
ছিনতাই হয় না টাকা ।
নারীরা হাটে পথে ঘাটে
স্বাধীন চিত্ত লয়ে
থাকতে হয় না কুঁকড়ে তাদের
শ্লীতহানীর ভয়ে ।
মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রীষ্টান
নাই কোন জাতিভেদ
সকলের করে সকলে মোরা
নাই কোন ভেদাবেদ ।
ধর্ম নিয়ে হয়না কথা
হয়না মিথ্যাচার
গরীব ধনী সবাই সমান
ন্যায্য অধিকার ।
সুখের জন্য ভাবে না কেউ
দুঃখ করি জয়
এ সব যদি সত্যিই হবে, তবে
বলো’তো কেমন হয় ?
২২ই নভেম্বর -১৭