কবিতা

মোঃ নূর আলমের কবিতা- আমি ভণ্ড

আমি ভণ্ড
মোঃ নূর আলম


আমি অপ্রকাশ্যে সদা এক ভণ্ড
দেইনিকো সময়,
ন্যায়ের পিছু এক দণ্ড।

মাজারে মাজারে গাঁঞ্জার টানে
বাবাদের হা-হুতাশ,
আমি টাকার জোয়ারে ভাসায়ে তাদের, বোকা হই
আর বোকাদের সাথে করি বাস।
আমি ভণ্ড পীরের ভীষণ ভক্ত
কেননা সেখানে নেশার আখড়া সদা উন্মুক্ত।

আমি ভিক্ষা দেই তার দ্বিগুণ উসুল করি,
ভিক্ষুকের পেটে আঘাত হেনে
তার থালাভর্তি টাকা করি চুরি।
মাঝে মাঝে আমিও ভিক্ষুক হই
ল্যাংড়া-লুলা, অন্ধের অভিনয়ে
পকেট কাটি, ছিনতাই করি
তাও আবার সদা বিনয়ে।

আমি লোকচোখে এক দয়ালু নেতা
সাহায্য করি দেখায়ে দর্শক-শ্রোতা।
আমি আড়ালে যে চরিত্রহীন এক লম্পট
অজস্র টাকা হাতিয়ে,
আমি আড়ালেই দেই চম্পট।

আমি নারীর শ্লীলতায় হানি আঘাত
গলা টিপে করি হত্যা,
তাদের শত স্বপ্ন শত আশা
সাহস নেই যে কারও করবে প্রতিঘাত।
আমি ভণ্ড আমিই রাজা,
ওরা আমার কাছে সর্বদা কুপোকাত।
ওরা মেরুদন্ডহীন প্রাণী, এটাই ওদের সাজা।

Related Posts