কবিতা গদ্যকবিতা

মুতাকাব্বির মাসুদের কবিতা- যা হবার হবে

যা হবার হবে

মুতাকাব্বির মাসুদ


ভালোবাসো বা না বাসো ছুঁয়ে ছিলে মন!
এ মন জমা দেইনি কোথাও!
এ চোখে চেয়েছিলে কতবার হিসেব রাখোনি!
আমি এ চোখ বুজিনি এখনও
মহাকালের যাত্রাপথে পাথরের বুক থেকে
যেটুকু সময় নিয়েছি হাতে
সন্তর্পণে তুমি থাকো আমার ছায়ার সাথে
হৃদয়ের মধ্যঘরে তুমি এক অদৃশ্য ছায়াদেবী
অমীমাংসিত অনুভবে আঁকা ছবি
সে ছবি মেটাতে পারিনি আজো
যা হবার হবে
হোক না কিয়ামত, পোড়ে যাক এ দেহ
আমি প্রলয় নিশিতেও তোমাকেই চাইবো
কাটুকনা সময় তোমার জন্য আমার
অঙ্গার দহনে!

 

“”””””””””””””””””””””””””””””””””””
তারিখ: ১৩-০৪-২০১৭
“”””””””””””‘”””””””””

Related Posts