কবিতা গদ্যকবিতা

মোঃ শফিকুল ইসলামের কবিতা- আমি রেসের ঘোড়া হবো

আমি রেসের ঘোড়া হবো
মোঃ শাকিবুল ইসলাম।


ছেলেবেলায় প্রায়শই ভাবতাম
আমি রেসের ঘোড়া হবো।
প্রতিযোগী তালিকায় সবার নিচে থাকবে আমার নাম
আমি অনুপ্রেরণা লাভ করব প্রথম হবার।

প্রাণপণে দৌড়াব আমি
গন্তব্যে ছুটে যাবো বিদ্যুৎ গতিতে
সবার আগে সীমারেখা হব পার।

কখনওবা ভাবতাম আনমনে
আমি গাধা হব অন্যের ভারবাহী।
নিজকে জ্বালিয়ে অন্যকে করব সজীব
আব্দুর রহমানের মত পিঠে বইবো গোটা আফগান
সৈয়দ মুজতবা আলীর চোখে আমি হব নরশার্দুল।

সময় সময় এও ভাবতাম
নাহ, হব আমি কলুর বলদ।
বৃত্তাকার পথে চলবো আমি আমরণ
আমার কেন্দ্ররেখায় থাকবে এক বিশাল বৃক্ষ
যে আমায় অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখবে অনন্তকাল!

Related Posts