কবিতা

সৈয়দ হোসেনের কবিতা- জীবনের গল্প

জীবনের গল্প
সৈয়দ হোসেন


কতই না বলি কথা,
কে যেন কোথায় থেমে গেছে
কৃষ্ণচূড়ার পেলব ঘেষে,
হন্তদন্ত ছুটছে পাগল জীবনের গল্প চষে।

পথে যেতে মানা,
পথ ভুলে পথ দেয়নি পথের ঠিকানা
পথহারা পথিক বলে,
লালিত স্বপ্ন যত ঝড়ে ভেঙ্গে পড়ে।

কেমন সুখের রূপ,
কঁচিপাতার রঙ, মিটিমিটি হাসি
নীল পারিজাত গুলো?
জীবনের মলাটে জমা হয় একরাশ ধূলো।

খাঁচা ভাঙ্গে চড়চড়ে,
যতটা সয়ে জ্বলে চিতার অগ্নি যত
হারাবার এ দেশে,
কি করে দেখাই পোড়া ক্ষত হৃদয়ের সাথে।

অন্তর পোড়া ঘা জ্বলে আর জ্বলে
যায়না বলা, নাবলা বরিষণে।

 

 

Related Posts