মুত্যুর মতো কষ্টকর
—————–সা জু ক বী র
আমার মরুতে লু হাওয়ার বিশ্রী অট্টহাসি
বালুস্তুপের ওজন সরিয়ে কষ্টবিদ্ধ শরীর
নিহত কাঁটাগাছ সূর্যের মত মাথা জাগায়
সমভূমের ফুলেল নৃত্য দোলে না সেথায়
‘যন্ত্রণা’ হয় এ জীবনের সহজবোধ্য মানে
নিয়তির খেলা সময়ের ব্যাসকুটে অভিধানে…
কখনো সখনো সুমিষ্ট বৃষ্টি ইচ্ছে সুখে ঝরে
অবরুদ্ধ ক্রন্দন এ পাথুরে নিষ্ফলা জমিনে
কোন সবুজের অঙ্কুরোদগম নেই এ কোলে
ঝর্ণা কেবল প্রিয়ার গালে এঁকেবেঁকে চলে
জীবনের আলপথ জুড়ে বিচ্ছেদের বিহগল
মৃত্যুর মতো কষ্টকর প্রতি ক্ষণ প্রতি পল…
বাসন্তী সুখে শৈত্যপ্রবাহের নিদারুণ আঁচ
রিক্ততার ছাঁচে রুটির খামির ফসলের মাঠ
এসিডপোঁড়া স্বপ্নের চোখে বানভাসি গ্রাম
তীরবিদ্ধ ইচ্ছের চোখে বৃদ্ধার চামড়ার ভাঁজ
অসমান ঢালুপথ বেয়ে জীবন হয় ধূলিশয্যা
সমাধি ও জীবনে ফারাক নেই–এ কেমন বাঁচা?
আমরা তো মরে মরে বাঁচি!
আগুনে মরি, পানিতে মরি, বাতাসে মরি,
ক্ষুধায়-জরায় মরি, দারিদ্রে মরি, শীত-গরমে
মরি, শাসনে মরি, গুলিতে-ছুরিতে মরি, আইনে মরি,
ভালবাসার দোষেও মরি -বড় টালমাটাল
বাঁচার সুবাতাস মরার ঝড়ে হয়েছে উন্মাতাল…
_______________________________
বাহার কাছনা, রংপুর @ 10.10.17 সকাল 6 টা