back to top
Thursday, January 23, 2025
Homeটেক নিউজসাইবার হুমকিতে করণীয়

সাইবার হুমকিতে করণীয়

দীপ্রশিখা-প্রতিবেদন

বর্তমান বিশ্ব সাইবার জগতে নিরাপত্তা সংকটকে রয়েছে। প্রতিনিয়ত এই সংকট বাড়ছেই। ট্রোজানসহ নিদিষ্ট কিছু ম্যালওয়্যারের ব্যবহার প্রতিনিয়ত সাইবার নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।

বর্তমানেও অন্যান্য বছরের ন্যায় সাইবার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল উইন্ডোজ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমকে লক্ষ্য করে ফিশিং-অ্যাটাকের প্রবণতা বড়ছে। পাশাপাশি ব্যাংকিং ম্যালওয়্যারও আতঙ্ক ছড়াচ্ছে এবং এআই নির্ভর সাইবার হুমকিও বৃদ্ধি পাচ্ছে।

সাইবার-অ্যাটাক থেকে নিরাপদে থাকার কিছু পরামর্শ:

* নির্ভরযোগ্য সোর্স থেকে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

* নির্ভরযোগ্য নয় এমন লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

* শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ছোটো-বড়ো হাতের ইংরেজি বর্ণ বিভিন্ন সিম্বল ও সংখ্যা ব্যবহার করা যেতে পারে। টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহার করতে হবে।

* সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট রাখতে হবে।

* ডেটার আপডেট ব্যাকআপ রাখতে হবে।

* রিমোর্ট ডেক্সটপ সার্ভিসে পাবলিক একসেস সীমিত করতে হবে।

* পাসওয়ার্ড কিংবা পিন শেয়ার করা যাবে না।

* প্রয়োজনে ফেক্টরি রিসেট করতে হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

সর্বশেষ কমেন্ট