সরকার কতৃক ডিমের দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৬ই অক্টোবর) থেকেই নতুন দাম নির্ধারণের বিষয়টি কার্যকর হবে বলে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান নিশ্চিত করেছেন।
ডিমের বর্তমান দাম ধরা হয়েছে, উৎপাদক পর্যায়ে ১০.৯১ টাকা, পাইকারি পর্যায়ে ১১.০১ টাকা এবং সাধারণ মানুষ ১১.৮৭ টাকা দিয়ে খুচরা বিক্রেতা হতে কিনতে পারবেন। খুচরা হিসেবে প্রতি ডজন ডিমের জন্য ভোক্ত পর্যায়ে খরচ করতে হবে ১৪২.৪৪ টাকা।
বিষয়টি বাস্তবায়নের জন্য ভোক্তা অধিদপ্তর নিয়মিত কাজ করে যাবেন এবং অভিযান চালিয়ে যাবেন বলে জানা যায়।