back to top
Sunday, April 27, 2025
Homeজাতীয়শনিবার থেকে আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ

শনিবার থেকে আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ

দীপ্রশিখা প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী শনিবার আরো কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করছেন। বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।

ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একাধিকবার সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ ৫ই অক্টোবর বিএনপিকে দিয়ে শুরু করেছেন সংলাপ। এরপর জামায়াতে ইসলামী, হেফাজত, গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন, বাম গণতান্ত্রিক জোট, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সঙ্গেও সংলাপ হয়।

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় সংলাপের জন্য এবার আমন্ত্রণ জানানো হলো গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল ও লেবার পার্টিকে।

উল্লেখ্য প্রধাণ উপদেষ্টা গত ১১ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ছয়টি সংস্কার কমিশনের কথা বলেন। যার কাজ ইতোমধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শুরু হয়েছে।

সম্পর্কিত খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

সর্বশেষ কমেন্ট