আজ ৩১শে অক্টোবর বুহস্পতিবার সকাল আটটার দিকে মিরপুর ১৪ নম্বর কচুক্ষেত সড়কে পোশাকশ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে যৌথবাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় পোশাকশ্রমিকরা পুলিশ ও সেনাবাহিনীর ২টি গাড়িতে অগ্নিসংযোগ করে।
সংঘর্ষ চলাকালে প্রায় আড়াইঘন্টা মত যান চলাচল বিঘ্নিত হয়। বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গুলিবিদ্ধ দুজন আলআমিন ও মোছা. রুমা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।