মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সরগরম পুরো বিশ্ব। কে হতে যাচ্ছে প্রেসিডেন্ট? ট্রাম্প না কি হ্যারিস? তবে দুই প্রার্থির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই বিভিন্ন জরিপ কিংবা ভবিষ্যৎবাণীর ধুম চলছে।
বার্তা সংস্থ এএপপি জানায়, থাইল্যান্ডের মু ডেং নামে এক শিশু জলহস্তী, ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফেরার বিষয়ে ভবিষ্যৎবাণী করেন। বিষয়টি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
খাওখেও ওপেন চিড়িয়াখানা কতৃপক্ষ কতৃক শেয়ার করা ভিডিওটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে ট্রাম্প ও হ্যারিসের নামে দুটি ফলের ঝুড়ি দেওয়া হলে শিশু জলহস্তী ট্রাম্পের নামলেখা ঝুড়ি থেকে ফল খাওয়া শুরু করে।