বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সাবেক সভাপতি এবং আলমাস কবীর মেট্রোনেট এর সিইও সৈয়দ আলমাস কবীরকে আজ মঙ্গলবার (১৫ই অক্টোবর) ভোরে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্য মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আরো জানা যায়, আদালতে হাজির করে পুলিশ তার বিরুদ্ধে রিমান্ড চাইতে পারেন।
উল্লেখ্য তিনি আইইউবির সহোযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ, নর্দানসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য হিসেবে যুক্ত ছিলেন।