বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত ছাত্রনেতা বৈঠকে বসেছেন।
শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আব্দুল হান্নাম মাসউদ, উমামা ফাতেমা, জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিনসহ সাতজন বৈঠকে বসেছেন।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দী চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতিসহ কয়েকটি বিষয়ে বর্তমান সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কিছুটা দূরত্ব তৈরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দফা দাবির একটি ছিল রাষ্ট্রপতির অপসারণ। এই বিষয়ে সরকারের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হলে বিএনপি রাষ্ট্রপতির অপসারণ বিষয়টিতে সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করে এতে আপত্তি জানান।