back to top
Thursday, February 6, 2025
Homeখেলাধূলাবাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল

দীপ্রশিখা প্রতিবেদন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। আজ হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হয়।

তাবিথ আউয়ালের বিপরীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দিনাজপুরের ফুটবল সংগঠক মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও আরও দুজন মনোনয়ন পত্র জামা দিয়েও পার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে আবিথ আউয়াল ও মিজানুর রহমান চৌধুরীই বাফুফে সভাপতির মূল প্রতিদ্বন্দ্বি হন। অবশ্য তাবিথ আউয়ালের সাথে মিজানুর রহমান চৌধুরী কোনোরূপ প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। এতে সভাপতি পদে মোট ভোট পড়ে ১২৮টি। এর মধ্যে ১২৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল এবং মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।
বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন এসএ সুলতান। এরপর দ্বিতীয় সভাপতি হিসেবে এক সময়ের তুখোড় খেলোয়াড় কাজী সালাউদ্দিন একাধারে ১৬ বছর কাটিয়েছেন। আজকের নির্বাচনের মাধ্যমে বাফুফের তৃতীয় সভাপতি নির্বাচিত হন, তাবিথ আউয়াল। তিনিও একজন সংগঠক ছিলেন।

সম্পর্কিত খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

সর্বশেষ কমেন্ট