back to top
Thursday, June 12, 2025
Homeটেক নিউজফোন হ্যাং হলে করণীয়

ফোন হ্যাং হলে করণীয়

দীপ্রশিখা প্রতিবেদন

বর্তমা‌নে আমরা নানান ব্যান্ডের নানান স্মার্টফোন ব্যবহার কর‌ছি। ফোন পুর‌নো হ‌য়ে এলে কিংবা অ‌তি ব‌্যাবহা‌রে প্রায়শ ফোন হ্যাং ক‌রে। আবার অপ্রয়োজনীয় এপস ইন্সটল ক‌রে দীর্ঘদিন রে‌খে দেওয়ার ফ‌লে স্মার্ট ফো‌নের স্টো‌রেজ ক‌মে যাওয়ায়ও ফোন হ্যাং হ‌তে পা‌রে।

প্রথ‌মেই অপ্রয়োজনীয় এপস্ আনইন্সটল করে কিংবা অপ্রয়োজনীয় ছ‌বি, ভি‌ডি‌য়ো কিংবা পি‌ডিএফ পাইল রিমুভ কর‌লে স্টো‌রেজ স্বল্পতা জ‌নিত কার‌ণে ফোন হ্যাং হ‌বে না।
বিদ্যমান এপস্ ব্যবহারে ফো‌নে প্রচুর ক্যাশ ফাইল জমা হয়। এই ক্যাশ ফাইলগু‌লো ক্লিয়ার করার মাধ্যমে ফোন‌কে হ্যাং হওয়া থে‌কে নিরাপদ রাখা যায়।

ভাইরাস কিংবা ম্যালওয়্যারের কার‌ণে ফোন হ্যাক হ‌তে পা‌রে। এক্ষে‌ত্রে ভা‌লো কো‌নো এন্টিভাইরাস ব্যবহার ক‌রে স্ক্যান করা যে‌তে পা‌রে।

ফোন রি‌সেট করার মাধ্যমে হ্যাং হওয়ার সমস্যা দূর করা যায়। এক্ষে‌ত্রে প্রয়োজনীয় ফাইলগু‌লোর ব্যাকআপ নি‌য়ে তারপর রি‌সেট কর‌তে হ‌বে।

সম্পর্কিত খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

সর্বশেষ কমেন্ট