আজ বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) বিকালে তৃনমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধূরীকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে বিদেশযাত্রায় বাধাদানের খবর জানা যায়।
শমসের মবিন চৌধুরী ২০০৮ সালে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। ২০১৫ সালে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে ২০১৮ সালে বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন এবং আওয়ামীলীগ সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হন। এরপর ২০২৩ সালে তিনি বিকল্পধারা বাংলাদেশ ছেড়ে দিয়ে তৃণমূল বিএনপিতে যোগ দেন এবং চেয়ারপারসন হন। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে সিলেট-৬ আসন থেকে তিনি সোনালী আঁশ প্রতিকে তৃতীয় স্থান লাভ করেন।