যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি রিপালিক দলীয় প্রার্থী। এবার প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে তিনি কিছু অনন্য রেকর্ড গড়েছেন। ১৩১ বছর আগেকার গ্লোভার ক্লিভল্যান্ডের গড়া একটি রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। রেকর্ডটি হলো প্রথমবার ৪বছরের জন্য নির্বাচিত হয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে ব্যার্থ হওয়া এবং তৃতীয়বার আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে হোয়াইট হাউজে ফিরে আসা। ১৮৯৩ সালে এই অনন্য রেকর্ডটি গড়েছিলেন গ্লোভার ক্লিভল্যান্ড। ৫ই নভেম্বর ২০২৪ সালে এসে চমক সৃষ্টির মাধ্যমে ট্রাম্প সেই রেকর্ড ভাঙলেন।
ডোনাল্ড ট্রাম্প আরো একটি রেকর্ড গড়েনে। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৭৮ বছর। এর আগে বাইডেন ছিল যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া প্রথম বয়স্ক ব্যক্তি। তিনি ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বর্তমানে তাঁর বয়স ৮১।
তাছাড়া ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।