back to top
Thursday, January 23, 2025
Homeজাতীয়জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি

দীপ্রশিখা-প্রতিবেদন

আগামীকাল ৩১ই ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’। ছাত্রদের এই ঘোষণাপত্র নিয়ে সাধারণের মধ্যে যেমন নানা জল্পনা-কল্পনা চলছে ঠিক তেমনিভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ বিষয়ে ইতিবাচক-নেতিবাচক প্রতি‌ক্রিয়া পাওয়া যাচ্ছে।

এদিকে রাজনৈতিক দলগুলোর মিশ্রপ্রতিক্রিয়ার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্রনেতৃবৃন্দ ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। এই ঘোষণাপত্রে ১৯৭২-এর সংবিধানকে কবর রচনার পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার বিষয়টি ইতোমধ্যে তারা উল্লেখ করেছেন। ১৯৭২-এর সংবিধানকে তারা মুজিববাদী সংবিধান এবং আওয়ামী লীগকে নাৎ‌সিবাদী হিসেবে উল্লেখ করেছেন।

বিষয়টি নিয়ে আজকে বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হবে বলে জানা যায়। তবে বিষয়টি বিএনপি যে ইতিবাচকভাবে নিচ্ছে না তা তাদের বিভিন্ন নেতৃবৃন্দের মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে।

জামায়াত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঘোষণাপত্র প্রকাশের পর তাদের দলীয় অবস্থান তুলে ধরার কথা বলেছেন। বামদলগুলোও বিয়টি ইতিবাচকভাবে দেখছেন না।

সরকার ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তারা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

সর্বশেষ কমেন্ট