গত ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলের অবসান ঘটে। জুলাই থেকে আগষ্টের ৫ তারিখ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে বিপুল রক্তক্ষয় ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। এই বিপ্লবকেই অনেকেই জুলাই বিপ্লব নামে অভিহিত করেন। আগামী ৩১ই ডিসেম্বর সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিষয়টি নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। ফেসবুক জুড়ে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আসছিলেন। সাধারণের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতুহলের জন্ম হয়। কী হতে যাচ্ছে আগামী ৩১ই ডিসেম্বর?
আজ বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারের অবস্থান পরিস্কার করেন। তিনি বলেন এই বিষয়ে সরকারের কোনোরূপ সম্পৃক্ততা নেই। এই বিষয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন বিষয়টি উনাদের কাছে স্পষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট করে কিছু বলাও সম্ভব নয়।