back to top
Friday, January 24, 2025
Homeজাতীয়গণঅভ্যুত্থানে হওয়া পু‌লিশ সদস্যদের তা‌লিকা প্রকাশ কর‌লো পু‌লিশ সদর দপ্তর

গণঅভ্যুত্থানে হওয়া পু‌লিশ সদস্যদের তা‌লিকা প্রকাশ কর‌লো পু‌লিশ সদর দপ্তর

দীপ্রশিখা প্রতিবেদন

গণঅভ‌্যুত্থা‌নে নিহত হওয়া পু‌লিশ সদস‌্যদের তা‌লিকা প্রকাশ কর‌লো পু‌লিশ সদর দপ্ত

অ‌তিসম্প্রতি ব‌্যক্তি‌বি‌শেষ ও নিউজ আউট‌লে‌টে জুলাই-আগস্ট অভ‌্যুত্থা‌নে পু‌লিশ সদস‌্য নিহত হওয়া নি‌য়ে বিভ্রা‌ন্তিকর তথ‌্য দূর কর‌তে নিহত পুলিশ সদস্যদের তালিকা পু‌লিশ সদর দপ্তর প্রকাশ করেছে। আজ ২৫ই অক্টোবর শুক্রবার বিজ্ঞপ্তির মাধ‌্যমে নিহত ৪৪ পু‌লিশ সদ‌স্যের না‌মের তালিকা প্রকাশ করা হয়েছে।

নিহত পু‌লিশ সদস‌্যদের মধ্যে ঢাকা মহানগরে ১৪জন এবং সিরাজগঞ্জে ১৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় নিহত সংখ‌্যা ১৬ জন। ‌সব মি‌লি‌য়ে মোট নিহ‌তের সংখ‌্যা ৪৪ জন।

নিহতদের পু‌লিশ সদস‌্যদের মধ্যে পরিদর্শক ৩ জন, ১১ জন এসআই, ৭ জন এএসআই, ১ জন এটিএসআই, ১ জন নায়েক ও ২১ জন কনস্টেবল রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে‌ছে, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। পুলিশ সদর দপ্তর এই তালিকা প্রকাশ করেছে। গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা দেওয়া হলো।

এর আগে পু‌লিশ সদস‌্যদের সংখ‌্যা উল্লেখ করা হ‌লেও না‌মের তা‌লিকা প্রকাশ করা হয়‌নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে‌ছে, যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

সম্পর্কিত খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

সর্বশেষ কমেন্ট