বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ আজ এক সংবাদ সম্মেলনে বর্তমান কোচ হাথুরুসিংহেকে শোকজ ও সাসপেন্ড করার ঘোষণা দেন। আগামী চ্যাম্পিয়ন্স ট্রপি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমের দায়িত্ব পালন করবেন ফিল সিমন্স।
কোচ হাথুরুসিংহকে সাসপেন্ড প্রসঙ্গে একাধিক ঘটনার কথা তিনি উল্লেখ করেন। এর মধ্যে গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময় ক্রিকেটার নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাতের বিষয়টিও উল্লেখ যোগ্য।
আগামী বছরের ফেব্রয়ারি মাসে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লীগ পর্যন্ত তিনি চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু আগামী সাপ্তাহে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট সিরিজেই এখন আর তিনি তিনি থাকছেন না। অবশ্য বিষয়টি সম্পর্কে বিসিসির সভাপতি আগেই ইঙ্গিত দিয়েছিলেন।