back to top
Thursday, December 5, 2024
Homeআন্তর্জা‌তিককে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট?

কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট?

দীপ্রশিখা প্রতিবেদন

আজ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন। ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি নিয়ে গঠিত বিশাল আকারের এই দেশটি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশের দিকে তাকিয়ে রয়েছেন বিশ্বের শত শত কোটি লোক। কে আসবে হোয়াইট হাউজে? কমলা হ্যারিস না কি ডোনাল্ড ট্রাম্প! নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। শেষ মুহুর্তের প্রচারণায় উভয় প্রার্থী দোদুল্যমান স্টেটগুলো চষে বেড়িয়েছেন। দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্যে জয়-পরাজয়ই নির্ধারণ করবে ট্রাম্প-কমলার ভাগ্য। এই সাতটি রাজ্য হলো, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, উইসকনসিন, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, মিশিগান ও জর্জিয়া।

৭টি ছাড়া বাকি ৪৩টি স্টেটের রেজাল্ট প্রায় পূর্বনির্ধারিতই বলা চলে। এখানে কে জিতবে কে হারবে তা অনেকটা অনুমেয়। তাই ৭টি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজের ভোট খুবই গুরুত্বপূর্ণ।

গত ৪বছর বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন কমলা হ্যারিস। ৮১ বছর বয়স্ক বাইডেন দলীয় চাপে নির্বাচনী দৌঁড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ফলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে চলে আসেন কমলা হ্যারিস। এতোদিন যে জরিপগুলো ট্রাম্পের পক্ষে ছিল তা ক্রমে হ্যারিসের পক্ষে চলে আসে। সম্ভাবনা বেড়ে হ্যারিসের। কিন্তু শেষ মুহূর্তে আবার উভয় প্রার্থীর জনসমর্থন সমান কিংবা প্রায় সমান বলে জানান দিল বিভিন্ন জরিপকারী সংস্থা।

এর আগে ২০২০ সালে বাইডেনের সাথে হেরে যান ট্রাম্প। ২০১৬ সালে পপুলার ভোটে হেরেও হিলারি ক্লিনটনের সাথে জয় লাভ করে ইলেক্টোরাল কলোনির হিসেবনিকেশের মারপ্যাচে।

সম্পর্কিত খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

সর্বশেষ কমেন্ট