back to top
Wednesday, November 13, 2024
Homeআন্তর্জা‌তিকইরানে ইসরাইলের হামলা

ইরানে ইসরাইলের হামলা

দীপ্রশিখা প্রতিবেদন

গত ১লা অ‌ক্টোবর ইরান কতৃক ইসরাইলে হামলার প্রতি‌শোধ হি‌সে‌বে ২৬শে অ‌ক্টোবর শ‌নিবার ইরা‌নে হামলা ক‌রে‌ছে ইজরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা বা‌হিনীর দা‌বি, তাদের হামলা অত্যন্ত সু‌নি‌দিষ্ট।

ইরা‌নের সাম‌রিক বা‌হিনী নি‌শ্চিত ক‌রেন যে, ইরা‌নের তিন‌টি প্রদে‌শের সাম‌রিক ঘাঁ‌টি লক্ষ্য ক‌রে এই হামলা চালা‌নো হয়েছে। প্রদেশ তিন‌টি হ‌লো, তেহরান, ইলাম ও খো‌জেস্তান। তারা আরো দা‌বি ক‌রেন, ইরা‌নের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলতায় ক্ষয়ক্ষ‌তির প‌রিমান সামান্য হয়েছে।

এদি‌কে আইডিএফ মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি ব‌লে‌ছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ইসরাইলি বিমান বাহিনী ইরা‌নের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা করেছে। যে ঘাঁ‌টিগু‌লো ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যবহৃত হয়েছিল। ইরা‌নে ক্ষয় ক্ষ‌তির প‌রিমানও সময় মত প্রকাশ করা হ‌বে ব‌লে সংস্থা‌টি জ‌নি‌য়ে‌ছে। এই হামলার মধ্য দি‌য়ে ইরা‌নে হামলার প‌রিসমা‌প্তি টে‌নে‌ছেন ইসরাইলের আইডিএফ এর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

সর্বশেষ কমেন্ট